সদর দক্ষিণ প্রতিনিধিঃ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ১নং বিজয়পুর ইউনিয়নের বেলতলী উচ্চ বিদ্যালয় মাঠে রবিবার বিকেলে জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিত্ব,শিক্ষক,গভর্ণি বডি ও অভিভাবকদের নিয়ে ইভটিজিং বিরোধী সভা অনুষ্ঠিত হয়।
বেলতলী উচ্চ বিদ্যালয় সপ্তম শ্রেণী এক ছাত্রীকে বিদ্যালয়ে আসার পথে ইভটিজিং করার দায়ে পার্শ্ববর্তী সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের বলারামপুরের ৮ যুবককে সামাজিক সালিশের মাধ্যমে মাথা ন্যাড়া করে শাস্তি প্রদান করা হয়। ভবিষ্যতে কেউ ইভটিজিং এর মত অপরাধে অভিযুক্ত হলে দেশের আইন মোতাবেক ঐক্যবদ্ধভাবে অপরাধীকে আইনের হাতে সোপর্দ করার ব্যাপারে উপস্থিত সকলে ঐকমত্য পোষন করেন। বেলতলী উচ্চ বিদ্যালয়ের গভর্ণি বডি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন বাচ্চু’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,সদরের দূর্গাপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম,জেলা পরিষদের মহিলা প্যানেল চেয়ারম্যান সালমা আক্তার বিউটি,বিজয়পুর ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা,ইউপি সদস্য মোতালেব হোসেন,এমরান,সমাজসেবক মিজানুর রহমান বুলবুল, বেলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, হাড়াতলী দাখিল মাদরাসার সুপার মাওঃ নজির আহমেদসহ এলাকার সর্বস্তরের জনগণ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com