ডেস্ক রিপোর্টঃ শিক্ষার মানোন্নয়নে কুমিল্লা আদর্শ সদর উপজেলাধীন কালীবোজার ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্যদের সাথে মতবিনিময় করেণ কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম বাহাউদ্দির বাহার।
সোমবার সকালে কমলাপুর হাই স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সকল সদস্যদের সাথে মতবিনিময় করেণ তিনি। বর্তমান সরকারের শিক্ষার উন্নয়নের নানামূখী কর্মকান্ড তুলে ধরা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার সুন্দর পরিবেশ তৈরির জন্যে সকলের সার্বিক অংশগ্রহনে এ মতবিনিময় করছেন এমপি বাহার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেন, সকল শিক্ষদের মর্জাদা রক্ষা করতে হবে। তিনি বলেন শিক্ষদের মর্জাদা রক্ষা করা না হলে মর্জাদাশীল জাতি তৈরি হবে না। শিক্ষকদের আমি সর্বোচ্চ মর্যাদা দিয়ে থাকি। কারণ শিক্ষকরাই হল জাতি গঠনের একজন কর্ণধার। এমপি বাহার সকল স্কুলের প্ররিচালনা কমিটির সদস্যদের বলেন, আমাদের শিক্ষার্থীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
কালীরবাজার কালিকাপুর হাই স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মফিজুল ইসলামের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন কালীরবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো: সেকান্দার আলী, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মো: আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান মো: তারিকুর রহমান জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান এড. হোসনেয়ারা বেগম বকুল, উপজেলা প্রাথমিক শিক্ষ অফিসার মো: দেলোয়ার হোসেন মজুমদার এছাড়া স্কুল কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন, হাতিগারা উচ্চ বিদ্যালয়ের সদস্য বেগম নুরুন্নাহার, ধনুয়াখোলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া, ধনুয়াখোলা করেজের অধ্যক্ষ শামিম হায়দার, হাউজিং স্টেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com