ডেস্ক রির্পেোটঃ উচ্চ মাধ্যমিকের পুন:নিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ডে নতুন পাস করেছে ৬৪ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ৭জন। গ্রেড পরিবর্তন হয়েছে ২৩৯ ও নম্বর পরিবর্তন হয়েছে ৭৮৭ জনের। ফল পুন:নিরীক্ষণের জন্য মোট ১০ হাজার ৮৬২ জন শিক্ষার্থী আবেদন করে।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ১৯ জুলাই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৬টি জেলা থেকে মোট পরীক্ষা দিয়েছে ১ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন। আর পাস করেছে ৬৭ হাজার ৮২০ জন। পাসের হার ছিল ৬৫ দশমিক ৪২ ভাগ। এবার জিপিএ ৫ পেয়েছিল ৯৪৪ জন। পুন:নিরীক্ষণ ফলাফলের পর জিপিএ-৫ বেড়ে দাঁড়িয়েছে ৯৫১ জনে। পাস এবং জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যার দিক থেকে গত বছরের তুলনায় এবার বেশ ভাল করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড। গত বছর মোট পরীক্ষা দিয়েছে ১ লক্ষ ৩৭২ জন। আর পাস করেছে ৪৯ হাজার ৭০৪ জন।
পাসের হার ছিল ৪৯ দশমিক ৫২ ভাগ। আর জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা ছিল ৬৭৮ টি। যা এবারের চেয়ে ২৭৩ জন কম।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com