ডেস্ক রির্পোটঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সোমবার (২০ আগস্ট) সকাল থেকে গাড়ির চাপ কমে যাওয়ায় স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করছে। ঢাকা থেকে চট্টগ্রামগামী গাড়ির একটু চাপ থাকলেও ঢাকাগামী গাড়ির চাপ নেই মহাসড়কে।কুমিল্লা অঞ্চলের হাইওয়ে পুলিশ সুপার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কুমিল্লা থেকে ঢাকাগামী যাত্রী রেদোয়ান জানান, ‘কুমিল্লা থেকে দুই ঘণ্টা বিশ মিনিটে ঢাকায় পৌঁছেছি। সড়কের কোথাও কোনও যানজট নেই। তবে চট্টগ্রামগামী গাড়ির একটু চাপ দেখেছি।’
রয়েল কোচের বাসচালক মিজানুর রহমান মনি জানান, ‘গত কয়েকদিন ধরে সড়কে তীব্র যানজট থাকলেও সোমবার সকাল থেকে যানজটে পড়তে হয়নি। টোল প্লাজায়ও আটকে থাকতে হয়নি, মহাসড়ক একেবারে স্বাভাবিক রয়েছে। ’
হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, সোমবার সকাল থেকে মহাসড়কে গাড়ির চাপ নেই। মহাসড়ক স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com