মারুফ আহমেদঃ কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের রুপুদ্দি গ্রামবাসির উদ্যোগে গতকাল শনিবার বিকালে “রুপুদ্দি খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স প্রাঙ্গনে” এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সমাবেশে মো: হোসেন মুন্সি এর আহবানে, সভাপতি হিসেবে ছিলেন- আলহাজ¦ মো: মোখলেছুর রহমান ভ’ইয়া, আমন্ত্রীত ছিলেন উক্ত গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ।
আমন্ত্রীত অতিথিগন এলাকার মাদক সেবী ও মাদক বিক্রেতাদের হুসিয়ারী বক্তব্য প্রদান করেন। বক্তারা কয়েকজন মাদক ব্যবসায়ীদের নামও উল্লেখ করেন। ওই এলাকার আব্দুল আজিজ এর ছেলে মাদক ব্যবসায়ী মো: আব্দুর রহিম (গরু চোর রহিম), সেক্ান্দর আলীর ছেলে জুলহাস, সুলতান আহমেদের ছেলে পিচ্ছি কামালদ্বয় এরা মাদক ব্যবসা করে আসছে, তাদের এলাকা ছাড়া করা হবে বলেও হুসিয়ারী করেন। বক্তারা আরো বলেন, মাদক ব্যবসায়ীরা এলাকায় স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের নাম ভাঙ্গিয়ে এসব অপকর্ম করে বেড়ায়, যেন সাধারণ লোকজন ভয়ে কিছু বলতে না পারে।
গ্রামবাসিদের মধ্য আরো উপস্থিত ছিলেন- মোকাম ইউনিয়ন ৯নং ওয়াড সদস্য মো: আবু হানিফ, শাহ্ আলম মেম্বার (সাবেক), আব্দুল হক মেম্বার (সাবেক),পাচঁ কিক্তা সোনার বাংলা কিন্টার গার্ডেন এর প্রধান শিক্ষক মো: জাকির হোসেন, মডার্ণ কিন্টার গার্ডেন এর প্রধান শিক্ষক মো: শাহ্ আলম, সিরাজুল ইসলাম,মোজাম্মেল, মাও: ছুফিউল্লাহ্, আলী,ইসমাঈল, জহিরুল ইসলাম, ফারুক ভ’ইয়া, আব্দুল বারেক প্রমূখ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com