আশিকুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিনব পন্থায় গাঁজা পাচারকালে একটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ। এসময় পুলিশ পিকআপ ভ্যান থেকে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করে এবং পিকআপ ভ্যানের চালক ৭টি মাদক মামলার পলাতক আসামী মোঃ আলী (৩৩) ও মোঃ নয়ন মিয়া (২২) নামের দুই যুবককে গ্রেফতার করে। বিষয়টি জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির। তিনি জানান, গ্রেফতারকৃত মোঃ আলী (প্রকাশ- বাইট্টা আলী, প্রকাশ- ফেন্সি আলী) কুমিল্লা কোতয়ালী উপজেলার কাপ্তানবাজার এলাকার আব্দুর রহমানের ছেলে। অপর গ্রেফতারকৃত মোঃ নয়ন মিয়া ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার হাসানপুর গ্রামের কালা ফকিরের বাড়ীর কালা ফকিরের ছেলে। এর মধ্যে, গ্রেফতারকৃত মোঃ আলী (প্রকাশ- বাইট্টা আলী, প্রকাশ- ফেন্সি আলী) ব্রাহ্মণপাড়া, বুড়িচং, দেবিদ্বার, মুরাদনগর এবং কোতয়ালী মডেল থানাসহ বিভিন্ন থানার ৭টি মাদক মামলার পলাতক আসামী।
তিনি আরো জানান, সোমবার সকালে ব্রাহ্মণপাড়া থানার এস আই মোঃ হাফেজ আহাম্মদ খান ও এএস আই বিপুল চন্দ্র রায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স সহ উপজেলার সীমান্তবর্তী শশীদল ইউনিয়নের বাগড়া টু কুমিল্লা সড়কে অভিযান পরিচালনা করে। এক পর্যায়ে তারা বাগড়া বাজার সিএনজি ষ্ট্যান্ড এলাকা হতে (ঢাকা মেট্রো-ন-১৩-৯০৪১) নং নীল রংয়ের একটি পিকআপ ভ্যান আটক করে। এসময় তারা পিকআপ ভ্যানটিতে তল্লাশী চালিয়ে পিছনের ক্যারিয়ারে অভিনব পন্থায় তৈরী বক্সে রাখা খাকি কসটেপে মোড়ানো ১৮ টি বান্ডিলে ৩ কেজি করে ৫৪ কেজি গাঁজা উদ্ধার করেন। পরে পুলিশ পিকআপ ভ্যান চালক মোঃ আলী এবং মোঃ নয়ন মিয়াকে গ্রেফতার করে পিকআপ ভ্যানসহ থানায় নিয়ে আসে। এই ব্যাপারে থানার এস আই মোঃ হাফেজ আহাম্মদ খান বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে গতকাল মঙ্গলবার সকালে মোঃ আলী ও নয়ন মিয়াকে জেল হাজতে প্রেরণ করেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com