সদর দক্ষিণ প্রতিনিধিঃ কুমিল্লা সদর দক্ষিণে সিএনজি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সুমন চন্দ্র দাশ (৩৪) এক শিক্ষক নিহত হয়েছে। নিহত সুমন চন্দ্র দাশ সদর দক্ষিণের বারপাড়া ইউনিয়নের গাংকুল গ্রামের বাবুল চন্দ্র দাশের ছেলে এবং সদর উপজেলার শুভরাত্রী স্কুলের সহকারী শিক্ষক। লালমাই হাইওয়ে ফাঁড়ির আইসি সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা যায়,কুমিল্লা -নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের শিকারপুর রাস্তার মাথায় বুধবার রাতে অটো সিএনজি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে শিক্ষক সুমন চন্দ্র দাশ নিহত হয়। দুর্ঘটনায় আরো ২/৩ যাত্রী আহত হয়েছে । আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সুমন চন্দ্র দাশের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com