নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা মহানগর আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্বা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের গরীব-দুঃখী মানুষের ভাগ্যে পরিবর্তন দেখতে ছেয়েছিলেন। বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন কৃষকের ছেলে একদিন রাষ্ট্রের প্রথম শ্রেণির কর্মকর্তা হবে। বঙ্গবন্ধুর সেই স্বপ্ন আজ বাস্তবায়ন করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। তিনি দেশের উন্নয়নের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি গরীর-দুঃখী সহ অসহায় মানুষের জন্য বয়স্ব,বিধবা,প্রতিবন্ধী,মাতৃত্বকালীন ও মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা সহ ১৭ রকমের ভাতা চালু করেছেন। শেখ হাসিনার সরকার গরীব বান্ধব সরকার বলে দুঃখী,দরিদ্র ও অসহায় মানুষের ভাগোন্নয়নে কাজ করছেন।
রবিবার সকালে নগরীর টাউন হল মাঠে আদর্শ সদর উপজেলা পরিষদের অর্থায়নে বিনামূল্যে ভ্যানগাড়ী,হুইল চেয়ার,মুরগীর ঘর-বাচ্ছা -খাদ্য ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাজী বাহার এমপি এসব কথা বলেন।
অনুষ্ঠানর সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান এড.আমিনুল ইসলাম টুটুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী আশরাফুল করিম,উপজেলা ভাইস-চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল,উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান এড.হোসনেয়ারা বকুল।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাংগীর আলম চৌধুরীর সঞ্চালনায় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান জাহাঙ্গীর, উপজেলা শিক্ষা অফিসার ইকবাল হোসেন,আমড়াতলী ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক,কালিরবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.সেকান্দর আলী,দুর্গাপুর (উত্তর) ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মো.মামুনুর রশিদ মামুন,পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক কাজী খোরশেদ আলম,তথ্য ও গবেষনা সম্পাদক জহিরুল ইসলাম সহ মহানগর আওয়ামী লীগ,আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগ ,ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সহ বিভিন্ন ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com