মোঃ নাজিম উদ্দিনঃ কুমিল্লার মুরাদনগর উপজেলায় ২০১৮-১৯ অর্থবছরে বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্প আওতায় নিবেদিত বিকল্প আয়বর্ধনমূলক অসহায় জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ কার্যালয়ে মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিতু মরিয়মের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেলাই মেশিন বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ।
এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের আহবায়ক খাইরুল আলম সাধন, উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান, শ্রীকাইল ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম, উত্তর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম শাহেদ, উত্তর জেলা মৎস্য জীবীলীগের সদস্য সচিব রাজিব মুন্সি ভাগিনা, উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর, যুবলীগ নেতা আবিদ আলী, উত্তর জেলা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক মেজবা উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুন্ম আহবায়ক সফিক তুহিন, উপজেলা মৎস্য জীবীলীগের যুন্ম সাধারণ সম্পাদক সেলিম প্রমুখ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com