মারুফ আহমেদঃ কুমিল্লা সদর উপজেলার অলিপুর গ্রামে সম্পত্তি নিয়ে দু’সৎ ভাইয়ের বিরোধের জের ধরে মামলার ঘটনায় এক পক্ষ অপর পক্ষকে অব্যাহত প্রাননাশের হুমকী দিয়ে আসছে। এঅবস্থায় নিরাপত্তাহীনতায় ভূগছে বাদী পরিবার।
মামলার বিবরণীতে জানা যায়, জেলার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামের মৃত আব্দুর রশিদের দু’সংসার। তার মৃত্যুর পর থেকে সম্পত্তি নিয়ে দু’সংসারের সৎ ভাই রমিজ উদ্দিন ও আব্দুল হালিমের সাথে বিরোধ শুরু হয়। এরই জের ধরে বিগত ২০১৪ সালের ৪ ডিসেম্বও বাড়ি ভাংচুর,লুটপাট,হামলার ঘটনায় রমিজগংরা কোতয়ালী থানায় মামলা করেন। পরবর্তীতে আসামীরা জামিনে এসে রমিজগংদের নিকট উল্টো ১ লাখ টাকা চাঁদা দাবী করেন। রমিজগং চাঁদা দিতে অস্বীকার করলে পরবর্তীতে হালিম,তার ছেলে শামীম,মেহেদী হাসান ও স্ত্রী রওশন আরা বেগম বিগত ২৩/০৬/২০১৮ ইং তারিখে আবারো রমিজগংদের বাড়িতে গিয়ে পূর্বের দাবী করা এক লাখ টাকা চায়। এসময় দু’পক্ষের তর্কবিতর্কের এক পর্যায়ে হালিমগং রমিজ উদ্দিনের স্ত্রী স্বপ্না বেগমকে বেদড়ক মারধোর করে। এসময় বিবাদীরা রমিজ উদ্দিনের দু’টি বসত ঘর,একটি গরুর ঘর,একটি খাট, দুটি সিলিং ফ্যান ,৩ টি পড়ার টেবিল ,৫০ ফুট মূল্যবান কাঠ ,নগদ ৪৫ হাজার টাকা ,দু’ভরি স্বর্নালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটসহ ক্ষতিসাধন করে। এছাড়াও একটি স্যানেটারী ল্যাট্রিন ভেঙ্গে ফেলে।
এদিকে শনিবার বাদীপক্ষের লোকজন জানান, মামলার পর থেকে এখনো পর্যন্ত বিবাদীরা মামলা উঠিয়ে নেওয়ার জন্য অব্যাহত চাপ দেওয়ায় চরম আতঙ্কে রয়েছি আমরা। বিবাদীরা প্রকাশ্যে এলাকায় ঘুরাফেরা করলেও রহস্যজনক কারণে গ্রেফতার হচ্ছেনা।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com