মুরাদনগর সংবাদদাতাঃ কুমিল্লা মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর অঞ্চলিক মহা সড়কের বাখরনগর নামক স্থানে ট্রাক-সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এত অটোরিক্সার চালক ঘটনার স্থলে মৃত্যু হয়।
রবিবার সকালে উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর গ্রামের হাজী মার্কেটের সামনে এ র্দুঘটনা ঘটে। নিহত চালক দুলাল মিয়া(৪৫) বি-বাড়িয়া জেলার নবীনগর থানার আলীনগর গ্রামের আব্দুল আউয়াল মিয়ার ছেলে।
জানা যায়, উপজেলার কোম্পানীগঞ্জ বাজার হতে যাত্রি নিয়ে সিএনজি চালিত অটোরিক্সার চালক দুলাল মিয়া নবীনগরের দিকে যাচ্ছিল। মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামের হাজী মার্কেটের সামনা আসামাত্র অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষয়। এতে ঘটনার স্থলেই সিএনজির চালক দুলাল মিয়ার মৃত্যু হয়। পরে কবর পেয়ে মুরাদনগর থানার এসআই সৈকতের নেতৃত্বে একদল পুলিশ ঘটনার স্থল থেকে সিএনজি ও ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। নিহতের ভাই মাহবুব বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com