সদর দক্ষিণ প্রতিনিধিঃ কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ৪-লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় টমচমব্রিজ হতে লালমাই অংশ নির্মাণ কাজের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফ.সি.এ লোটাস কামাল এম.পি।
শনিবার বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মোহনপুর এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সড়ক-মহাসড়ক,বিদ্যুৎ,শিক্ষাসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কটিও চার লেনে উন্নীত হওয়ার পর কুমিল্লার দক্ষিণ অঞ্চলের মানুষের জীবন যাত্রার মান অনেক গুনে বৃদ্ধি পাবে। বিশ্বের উন্নত দেশগুলোর সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর তা সম্ভব হয়েছে আওয়ামীলীগ সরকার ক্ষমতা থাকার কারণে। উন্নত বাংলাদেশ বিনির্মানে শেখ হাসিনা সরকারের বিকল্প কিছু নেই। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামীলীগকে আবার ক্ষমতায় আনতে হবে । তিনি আরো বলেন,নতুন প্রজন্মকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার গড়ার স্বপ্ন দেখাতে হবে। বাংলাদেশের সঠিক ইতিহাস তাদের সামনে তুলে ধরতে হবে। দেশপ্রেম জাগ্রত করার মাধ্যমে দেশের উন্নয়নে নিজেদের নিবেদিত করতে হবে।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সওজ এর তত্বাবধায়ক প্রকৌশলী রানা প্রিয় বড়–য়া, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার,সওজ’র নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার, সদর দঃ উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু,চার লেনের প্রকল্প পরিচালক আব্দুল মান্নান,সওজ’র উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রেজা-ই-রাব্বি, সদর দক্ষিণ মডেল থানার ওসি মামুন অর রশিদ,ইউপি চেয়ারম্যান আবুল কাশেম,সেলিম আহমেদ,আ’লীগ নেতা হাজী আব্দুল মমিন,যুবলীগ নেতা মোঃ মনির মৈশান,জহিরুল ইসলাম স্বপন প্রমুখ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com