মো. জাকির হোসেনঃ কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. এড আবদুল মতিন খসরু এমপি বলেন, বর্তমান সরকার নরীদের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে আসছে। জননেত্রী শেখ হাসিনা নারীদের কল্যানে বিশেষ ভূমিকা রেখেছেন। তাই নারী শিক্ষার এই অগ্রগতির ধারা অব্যাহৃত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন।
মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়নের ভাবনা টেকসই উন্নয়ন লক্ষমাত্রা (এসডিজি) এবং সন্ত্রাস ও জঙ্গীবাদ বিষয়ে বুড়িচং উপজেলা প্রশাসন এবং জেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলি বলেন।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরুল হাসান এর সভাপতিত্বে মহিলা সামাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার মীর হোসেন আহসানুল কবির, আ’লীগ নেতা সাবেক চেয়ারম্যান আখলাক হায়দার, জেলা পরিষদের সদস্য হাজী তারেক হায়দার, রামপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জিহান গ্রুপের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ শাহপরান আজাদ, বুড়িচং উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা, রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ শাহাজাদা আহমেদ রনি, ভারেল্লা দক্ষিন ইউপি চেয়ারম্যান শাহ কামাল। এসময় আরো বক্তব্য রাখেন ভারেল্লা দ. ইউনিয়ন আ’লীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আহাম্মদ, ভারেল্লা ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারী অহিদুর রহমান অকি, নাছির ভূইয়া, সাবেক মেম্বার, জসিম উদ্দিন, রাশেদ মেম্বার, আঃ জলিল মেম্বার, সুলতান মেম্বার, উপজেলা মহিলালীগের সাধারণ সম্পাদীকা পারভিন আক্তার, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, অভিভাবক সদস্য মাহাবুবুল আলম ভূইয়া। রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছমিন আক্তার এর পরিচালনায় আরো উপস্থিত ছিলেন ময়নামতি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক ফয়েজুল হাসান বাবু, ডাঃ লীল মিয়া, ছাত্রলীগ নেতা এড. মোবারক হোসেন, রফিকুল ইসলাম প্রমূখ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com