মো: নাজিম উদ্দিনঃ কুমিল্লা মুরাদনগর উপজেলার সদর ইউনিয়নের ঘোড়ারশাল গ্রামের প্রায় দুই শত বছরের পুরতন খেলার মাঠ উদ্ধার ও দখল মূক্ত করার দাবিতে মানববন্ধন হয়েছে। মানববন্ধনে ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের সস্রাধিক শিক্ষার্থী ও স্থানীয় লোকজন অংশগ্রহন করে।
রবিবার সকালে উপজেলার ঘোড়াশাল খোলার মাঠে মানববন্ধনের আয়োজন করে মাঠ রক্ষা কমিটি।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ১নং খাস খতিয়ানে ঘোড়াশাল মৌজায় ২৪২ নং দাগে ২ একর ৯১ শতক জমি খেলার মাঠ হিসেবে উল্লেখিত। সেটি দিন দিন স্থানীয় কিছু ভূমি দস্যূ মাঠটির চারপাশ দখল করে বাড়ি-ঘর নির্মান করছে। দখলদের কবলে পরে মাঠটির আজ অস্তিত্য হারাতে বসেছে। যা বর্তমানে মাঠটির পরিমান মাত্র ১৯ শতকে এসে দাড়িয়েছে। এ মাঠ জবরদখলের কারণে এলাকার শিশু, কিশোর ও ছাত্র-ছাত্রীরা খেলাধুলা করতে পারছে না। স্থানীয় ক্রীড়ামোদী লোকজন ও এলাকাবাসী ও স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযোগ দিলেও প্রশাসন স্থাপনা উচ্ছেদ বা ভূমিদস্যুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেনা। বক্তাদের আশা অচিরেই প্রশাসন মাঠটি উদ্ধারে প্রদক্ষেপ নিবেন।
এ সময় বক্তব্য রাখেন, মাঠ রক্ষা কমিটির সভাপতি মাহমুদুল হাছান, সাধারন সম্পাদক কামরুজ্জামান, মুক্তিযুদ্ধা আব্দুল মতিন, হাজী মোকসদ আলী ফাজিল মাদ্রাসার শিক্ষক মুকবল হোসেন ও আবু জাহিদ মোল্লা, আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেলোয়ার হোসেন ও হাবিলদার শাহজাহান।
এ সময় আরো উপস্থিত ছিলেন কামাল হোসেন, আবুল কাষেম, মনির হোসেন, শাহজাহান সিরাজ, উপাদক্ষ্য এইচ এম আব্দুর রহিম, মাও: জাকির হোসেন, মনির হোসেন, সাইফুল ইসলাম, সাদিকুল ইসলাম, সাকিল আহম্মেদ প্রমুখ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com