নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন, বিএনপি-জামায়াত চক্র ক্ষমতায় এলে জনগনের সম্পদ লুট হয়, দেশের মানুষ উন্নয়ন বঞ্চিত হয়। দেশ বার বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। জঙ্গিবাদের অন্ধকারে নিমজ্জিত হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।‘মাদার অব হিউমিনিটি’ খ্যাত শেখ হাসিনা বিশ্ব অর্থনীতি উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছেন। বাংলাদেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়। অর্থনেতিক উন্নয়নে গতিতে বাংলাদেশের অবস্থান এখন শীর্ষে রয়েছে। দেশে-বিদেশে বাঙ্গালীরা আজ মর্যাদার আসনে রয়েছে। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় শেখ হাসিনার বিকল্প নাই।
সকালে শহরতলীর দূর্গাপুর দক্ষিন ইউনিয়নে সিটি কর্পোরেশনের তত্বাবধানে প্রায় ১৭ কোটি টাকা ব্যায়ে দুইটি সড়ক উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন ও সড়ক ও জনপদ বিভাগের বাস্তবায়নে ১ কোট ৫৮ লাখ টাকা ব্যায়ে নির্মিত দুইটি ব্রীজের শুভ উদ্বোধন কালে পৃথক অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি এসব কথা বলেন।
বুধবার সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মো.মনিরুল হক সাক্কু শহরতলীর দূর্গাপুর দক্ষিন ইউনিয়নে দুইটি সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। রাস্তা দুটি হলো ১২ কোটি ১৪ লাখ টাকা ব্যায়ে বহুল কাঙ্খিত শাসনগাছা বাসস্ট্যান্ড থেকে ধর্মপুর মধ্য চৌমুহনী হয়ে দৌলতপুর চৌমুহনী পর্যন্ত সড়ক ও ড্রেন নির্মাণ এবং ৪ কোটি ৭৭ লাখ টাকা ব্যায়ে নোয়াপাড়া কৃষি অফিস সংলগ্ন ঢাকা-চট্রগ্রাম ট্যাংক রোড হতে চম্পক নগর গাউসে পাক জামে মসজিদ পর্যন্ত সড়ক ও ড্রেন নির্মাণ।
অপরদিকে বেলা সাড়ে ১২ টায় ধর্মপুর -ঝাগুরঝুলি সড়কের চম্পকনগর ও রাজাপুর এলাকায় সড়ক ও জনপদ বিভাগের বাস্তবায়নে ১ কোট ৫৮ লাখ টাকা ব্যায়ে নির্মিত দুইটি ব্রীজের শুভ উদ্বোধন করেন বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি। এসময় দুর্গাপুর দক্ষিন ১ নং ওয়ার্ড ও ৮ নং আওয়ামী লীগের নেতৃবৃন্দ এমপি বাহার ফুলেল শুভেচ্ছা জানান।
ভিত্তি প্রস্তর ও উদ্বোধনকালে আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড.মো.আমিনুল ইসলাম টুটুল, সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হায়দার,উপ-বিভাগীয় কমিশনার রেজা ই রাব্বি, দূর্গাপুর দক্ষিন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.আমিনুল হক, সমাজ সেবক আবদুল মালেক,জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আহাম্মেদ নিয়াজ পাভেল,প্রচার সম্পাদক ও ঠিকাদারি প্রতিষ্ঠান এনএস গ্যালারী’র সত্বাধিকারী মো.সাইফুল ইসলাম,দপ্তর সম্পাদক মো.নাছির উদ্দিন,তথ্য ও গবেষনা সম্পাদক জহিরুল ইসলাম,দূর্গাপুর দক্ষিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.তাজুল ইসলাম,সাধারন সম্পাদক মো.আবদুস সবুর, পরিবহন শ্রমিক নেতা গোলাম রসুল, আনিছুর রহমান টিটু সহ উপজেলা আওয়ামী লীগ,ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,ইউনিয়নের বিভিন্ন পেশার বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com