মাজহারুল ইসলাম বাপ্পিঃ কুমিল্লার ঐতিহ্যবাহি লালমাই কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে পরিচালনা পরিষদের সকল সদস্যদের কলেজ শিক্ষক পরিষদের পক্ষ থেকে বুধবার কলেজ মিলনায়তনে সম্মাননা প্রদান করা হয়। লালমাই সরকারী কলেজের অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সদস্য ও লালমাই উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম,লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে.এম.ইয়াসির আরাফাত, পরিচালনা পরিষদের সদস্য অধ্যাপক এটিএম ইউনুস,প্রফেসর জামাল নাসের,আব্দুল হক,আব্দুল লতিফ স্যার,হাজী নোয়াব মিয়া মজুমদার,হাজী আব্দুর রহিম,ডাঃ এবিএম খোরশেদ আলম,ড. আলী হোসেন চৌধুরী,সদর দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আমিনুল হক।
অনুষ্ঠানে বক্তারা বলেন,মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদার অনেক স্বপ্ন নিয়ে লালমাই পাহাড়ের পাদদেশে কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রায় পঞ্চাশ বছর পূর্বে প্রতিষ্ঠিত কলেজটি কুমিল্লার দক্ষিণ অঞ্চলের মানুষকে আলোর পথ দেখিয়েছে। এ এলাকার কৃতি সন্তান পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ লোটাস কামালের আন্তরিকতায় কলেজটি সরকারিকরনের মধ্য দিয়ে কলেজের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদারের স্বপ্ন পূরণ হয়েছে। মানসম্মত শিক্ষা প্রদান করে প্রতিষ্ঠানের মান অক্ষুন্ন রাখতে শিক্ষকদের প্রতি অনুরোধ জানান বক্তারা। অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন ইসলাম শিক্ষা বিভাগের অধ্যাপক আবু তাহের। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিটি বিষয়ক প্রদর্শক মজিবুর রহমান রব ও ইডি শিক্ষক মোঃ জহিরুল হক।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com