কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনের ৫ম বর্ষপূর্তি পালন ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় কলা ও সমাজ বিজ্ঞান অনুষদের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বর্ষপূর্তি উপলক্ষে প্রতিবর্তনের সভাপতি ওয়াসী মজুমদারের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরীর প্রধান অতিথি থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন এম রবিউল আউয়াল চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রতিবর্তনের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।
বর্ষপূর্তি ও নবীন বরণ উপলক্ষে সংগঠনটি, থিয়েটার কুবি এবং অনুপ্রাসের যৌথ প্রযোজনায় সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com