মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধিঃ চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জে একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে গরীব ও অসহায়দেরকে স্বাবলম্বী করতে ঋণ বিতরণ করা হয়েছে। উপজেলার মোট ২৭ জন উপকারভোগী গরীব ও অসহায় নারী-পুরুষদের মাঝে মোট ৬ লক্ষ ৩০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। পল্লী সঞ্চয় ব্যাংক থেকে প্রাপ্ত টাকা দিয়ে তারা যাতে ব্যবসা, কৃষি ও গবাদি পশু পালন করে নিজেরা স্বাবলম্বী হতে পারে। উন্নয়ন মেলার প্রথম দিন ও গতকাল শনিবার শেষ দিন ঋণের টাকা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শামীম বানু শান্তি।
এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, মনোহরগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেন খাঁন, উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী সৈয়দ আনিসুর রহমান, উপজেলা বিআরডিবি অফিসার অসীম কুমার বাড়ে, চেয়ারম্যান কামাল হোসেন, আলমগীর হোসেন, আবদুল হান্নান হিরণ, জিয়াউর রহমান শাহীন জিয়া, প্যানেল চেয়ারম্যান মাছুমা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিনসহ উপজেলা একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকে কর্মরত স্টাফবৃন্দ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com