মো.জাকির হোসেনঃ কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামানে ককটেল বিস্ফোরন ও অবিস্ফোরিত ককটেল এবং পেট্টোল বোমা উদ্ধারের ঘটনায় গতকাল রোববার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কুমিল্লা সিআইডি, পিবিআই ও জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। ককটেল বিস্ফোরনের প্রতিবাদে বিকেলে উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ একটি বিক্ষোভ মিছিল করেন।
জানা যায়, শনিবার রাত সোয়া ১১ টায় বুড়িচং সদর বাজারের নিউমার্কেটের পাশে অবস্থিত উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে বিকট শব্দে বিস্ফোরন হয়। পরে বাজারের পাহারাদার থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ৪টি অবিস্ফোরিত ককটেল, ৪টি পেট্টোল বোমা উদ্ধার করে। এ ঘটনায় গতকাল রোববার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন কুমিল্লা জেলা সিআইডির এএসপি মতিয়ার রহমান, পিআইবির ইন্সপেক্টর মেজাম্মেল, ইন্সপেক্টর তৌহিদ, এস আই নজরুল ইসলাম। এসময় বুড়িচং থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস, এস আই রাজিব করসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় পুলিশ বিভিন্ন বিষয়ে তদন্ত করেন। আওয়ামীলীগ কার্যালয়ের ককটেল হামলার প্রতিবাদে বিকেলে বিক্ষোভ মিছিল করেছেন বুড়িচং উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। ছাত্রলীগ নেতা মোঃ শরীফুল ইসলাম ভূইয়া ও ইমতিয়াজ আহমেদ ইমনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিন করেন।
বুড়িচং থানার সেকেন্ড অফিসার এস আই রাজিব কর জানান, সন্ধ্যায় কুমিল্লা জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com