আশিকুর রহমানঃ শ্রেণী কক্ষে শিক্ষকরা কোন শিক্ষার্থীকে বেতের আঘাত করতে পারবেনা উল্লেখ করে সাবেক আইনমন্ত্রী ও আ’লীগের প্রেসিডিয়াম সদস্য এড. আবদুল মতিন খসরু এমপি বলেন, শিক্ষকরা শ্রেণী কক্ষে ভালবাসা দিয়ে শিক্ষার্থীদের মাঝে পাঠ দান করতে হবে। কোন শিক্ষার্থীকে চর থাপ্পর প্রদান কিংবা ভয় দেখানো যাবেনা। গতকাল ১৩ অক্টোবর বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা কে বি হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক আইনমন্ত্রী ও আ’লীগের প্রেসিডিয়াম সদস্য এড. আবদুল মতিন খসরু এমপি এই কথা বলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি ডাক্তার আতউর রহমান জসিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর খান চৌধুরী, সোনার বাংলা কলেজে অধক্ষ্য আবু সালেক মোহাম্মদ সেলিম রেজা সৌরভ, ইউপি চেয়ারম্যান সেলিম রেজা সৌরভ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম বাবুল, আবুল হাসেম সরকার, বিল্লাল হোসেন খান, জুনায়েদ হোসেন জুয়েল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাখাল চন্দ্র শীল। উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, কৃষকলীগের সাধরন সম্পাদক আমিনুল ইসলাম সুজন, সহ সভাপতি কামাল হোসেন ভূইয়া, থানা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফোরকান আহাম্মেদ সবুজ, সাবেক আহবায়ক আলী হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হাসান শরীফ, থানা ছাত্রলীগের সদস্য সচিব ইমদাদুল বাপ্পী, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন মিসন সহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, গভানিং বডির সদস্য, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও শিক্ষার্থী বৃন্দ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com