ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা নগরীর বিষ্ণুপুরে মো. সুজন (২০) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। সুজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে নগরীর বিষ্ণুপুর দক্ষিণ পাড়ার একটি নির্মাণাধীন ভবনের ৩য় তলায় ছুরিকাঘাতে হত্যা করা হয়।
রবিবার রাতে এ ঘটনা ঘটে। নিহত সুজন কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল এলাকার মিজান মিয়ার ছেলে। মিজান মিয়া নগরীর বিষ্ণুপুর মকিম মিয়ার বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন। কালিয়াজুড়ি আইনউদ্দিন শাহ মাজারের পাশে তাদের একটি ডেকোরেটরের ব্যবসা রয়েছে। সুজন ডেকোরেটরের কাজ করতেন।
নিহত সুজনের বাবা মিজান মিয়া জানান, সুজন রবিবার রাতে দোকান থেকে বাসায় যায়। ভাত খাওয়ার পর বিষ্ণুপুরের মানিক মিয়ার ছেলে তোতা রোবেল সুজনকে মোবাইল ফোনে কল দিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাত ১২টার সময় খবর আসে সুজনকে ছুরিকাঘাত করেছে। আমি এবং আমার ছেলেরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঢাকায় রেফার করে।
মিজান মিয়া আরও বলেন, ঢাকা নেওয়ার পথে সুজন মারা যায়। মারা যাওয়ার সময় সুজন তার নিজ মুখে বলে গেছে, তোতা রোবেল তাকে ছুরিকাঘাত করেছে। রোবেলের যেন গোপন তথ্য সে প্রকাশ করতে না পারেসে কারণে সে এই কাণ্ড ঘটিয়েছে। তার ছেলেকে আরও একবার তোতা রোবেল হত্যার চেষ্টা করেছে। সে সব সময় তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে যেতো।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি আবদুস ছালাম মিয়া জানান, বিষ্ণুপুরের একটি নির্মাণাধীন ভবনের ৩য় তলায় সুজন নামে এক তরুণকে ছুরিকাঘাত করেছে। পরে সে মারা যায়। প্রাথমিক ভাবে জানতে পেরেছি তোতা রোবেল নামে এক যুবক সুজনকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করেছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও কোন মামলা হয়নি। তবে তোতা রোবেলকে গ্রেফতারে পুলিশ চেষ্টা করছে। রোবেলের বিরুদ্ধে থানায় মাদক ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
সূত্রঃ জনকণ্ঠ
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com