আশিকুর রহমানঃ “ঘরের ইঁদুর, মাঠের ইঁদুর, ধ্বংস করে অন্ন, সবাই মিলে ইঁদুর মারি ফসল রক্ষার জন্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাসব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা কৃষি অফিসের আয়োজনে গতকাল ১৬ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জানায় জাতীয় ইঁদুর নিধন অভিযানটি কার্যক্রম ১১ অক্টোবর থেকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত চলবে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ মতিউল আলম। পরিচালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার আলেক হোসেন। উপস্থিত ছিলেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাকির হোসেন খান, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ বশির আহাম্মেদ, উপ-সহকারি কৃষি অফিসার আবদুস সাত্তার, মোঃ বাতেন ভূইয়া, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ দিদারুল ইসলাম, আলমগীর হোসেন, আলী আকবর, মোঃ মোস্তফা, তফাজ্জল হোসেন, মোঃ শামীম, জাহাঙ্গীর আলম, আবুল হোসেন, আব্দুল মান্নান, তাছলিমা খানম, নাছিমা আক্তার, তানজিনা আক্তার, পপি আক্তার, ফাতেমা আক্তার, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, বাবলুছ খান, মোঃ মোস্তফা, রফিকুল ইসলাম মোল্লা, আলেক হোসেন, মোঃ হোসেন মিয়া সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com