নিজস্ব প্রতিবেদকঃ শেখ হাসিনার ছাত্রলীগ অন্যায় করে না, অন্যায় সহ্যও করে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। বৃহস্পতিবার কুমিল্লায় সাংগঠনিক সফরে গিয়ে একাধিক সাংগঠনিক সভায় তিনি এ কথা বলেন।
নতুন কমিটি গঠনের এই প্রথম কুমিল্লা সফর করলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাব্বানী। তিনি এদিন দুপুরে কুমিল্লার দাউদকান্দিতে উত্তর জেলা ছাত্রলীগের মতবিনিময় সভায় অংশ নেন। পরে নূর জাহান হোটেলে দক্ষিণ জেলা ছাত্রলীগের মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন।
এ সময় তিনি বলেন, শেখ হাসিনার ছাত্রলীগ অবশ্যই মানবিক গুণাবলী সম্পন্ন হতে হবে। মার্জিত আচরণ, সুন্দর ব্যবহার আর মানবিক কাজে সবার আগে সব সময় ছাত্রলীগকে দেখতে চান আমাদের মমতাময়ী নেত্রী, মানবতার মা, শেখ হাসিনা। স্বেচ্ছায় রক্তদান, পীড়িতের সেবা, আর্তমানবতার পাশে দাঁড়ানোসহ যে কোনো জনহিতকর কাজে ছাত্রলীগ থাকবে সবার আগে। বর্তমান ছাত্রলীগ হবে সমস্ত ইতিবাচক কাজের ব্রান্ড অ্যাম্বাসেডর, এই ছাত্রলীগ অন্যায় করবে না, অন্যায় সহ্য করবে না।
এ সময় তিনি আরো বলেন, আদর্শিক পিতা বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন নিয়ে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি, দেশরত্ন শেখ হাসিনা সেই স্বপ্নকে পূর্ণতা দিতে ছাত্রলীগের উপরই আস্থা রেখেছেন। আমার-আপনার, আমাদের ছাত্রলীগের লাখো আদর্শিক কর্মীর নিজ নিজ অবস্থান থেকে দেশরত্ন শেখ হাসিনার চলার পথকে মসৃণ রাখতে, উন্নয়নের মার্কা নৌকার নিরলস কাজ করতে যদি প্রতিজ্ঞাবদ্ধ হন, তাহলে ‘দেশরত্ন শেখ হাসিনাকে আমরা সারাদেশে নৌকার বিজয় এনে দিতে পারব।
এ সফরে ছাত্রলীগ নেতা আবদুস সালাম, হাবিবুর রহমান সুমন, আপেল মাহমুদ সবুজ, রাকিব হোসেন, শফিকুল আলম রেজা, গোলাম মোস্তফা, রাকিব উদ্দিন, সালাহ উদ্দিন জসিম, মুইন উদ্দিন, মহসিন খন্দকার, তাওফিকুল ইসলাম সাগর, মুরাদ হায়দার টিপু, তাজউদ্দিন, সৈয়দ আরাফাত, মো. নাজিম, জাহিদ হোসেন পারভেজ, নাজমুল আলম সাকিব, মাজহারুল কবির শয়ন ও নাজমুল ইসলাম দিনু তার সফরসঙ্গী ছিলেন ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com