আশিকুর রহমানঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই গ্রামের ছোটদল এবং বড় দল নামে পরিচিত দু’গ্রুপের শত বছরের বিরোধ নিরসনের লক্ষে ইউনিয়নবাসী এক সমাবেশ অনুষ্ঠিত হয়। গত রবিবার বিকেলে শিদলাই আমীর হোসেন জুবেদা ডিগ্রি কলেজ মাঠে এ সভাটি অুনষ্ঠিত হয়। সভায় শিদলাই ইউনিয়নের নারী পুরুষসহ সকল শ্রেণী পেশার লোকজন উপস্থিত থাকলেও ছোটদল এবং বড়দলের লোকজনদের অন্তর ভোক্ত করেন নাই এই সভার আয়োজকরা। সভায় বক্তারা বলেন, শত বছরের এই বিরোধ আর চলেত দেওয়া যাবে না। যুগ পরিবর্তন হচ্ছে, যুগের সাথে মানুষ পরিবর্তন হচ্ছে কিন্তু এই গ্রামের প্রাচীন কালচার পরিবর্তন হচ্ছেনা। এই শিদলাই গ্রামে বিভিন্ন সময়ে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন দলে বিরোধ সৃষ্টি হয়ে গত ৮৫ বছরে রক্তের হলি খেলায় ৩০ জন লোক নিহত হয়েছে। এই ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আর পূনরাবৃত্তি দেখতে চাইনা আমরা। আইনগত ভাবে হউক আর সামাজিক ভাবেই হউক যেকোন মূল্যে এই সংঘর্ষের অবসান ঘটাতে হবে। সভায় এলাকাবাসী, গ্রামে দু’গ্রুপের দীর্ঘদিনের এই বিরোধ নিরসনের লক্ষে ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে একটি কমিটি গঠন করে।
সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সরকার। পরিচালনা করেন বিশিষ্ট সমাজ সেবক আবু তাহের। বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সমাজ সেবক লায়ন মোস্তফা কামাল, অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, কুমিল্লা সিটি কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন মোহাম্মদ, সাবেক ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মাসুম, কুমিল্লা বারের সধারন সম্পাদক এড. মফিজুল ইসলাম, এড. সিদ্দিকুর রহমান (পিপি), আনোয়ার হোসেন বুলবুল, আব্দুল্লাহ আল কাফী, শাহজালাল মোল্লা, জাহাঙ্গীর আলম সরদার, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আবদুল মান্নান, খলিলুর রহমান, ওমর ফারুক, মুক্তিযোদ্ধা আঃ হান্নান, প্রভাষক রেজাউল করিম, মশিউল আলম সোহাগ, আমিনুল ইসলাম সুজন, জানু মেম্বার, গোলজার হোসেন মাষ্টার, কাজী রফিকুল ইসলাম মাষ্টার, গাজী জিয়াউল হাসান, সাইফুল ইসলাম আলাউল, শাহপরান সহ আরো অনেকেই। উপস্থিত ছিলেন শিদলাই ইউনিয়নের নারী, পুরুষসহ সকল শ্রেণী পেশার লোকজন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com