মারুফ আহমেদঃ কুমিল্লায় অনুষ্ঠিত হল নিটল-নিলয় গ্রুপের টাটা সুপার গ্র্যান্ড মেলা। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আলেখারচর বিশ্বরোড এলাকায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমেদ। মঙ্গলবার শুরু হওয়া মেলাটি চলবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত।
সদর উপজেলার আলেখারচর এলাকায় নিটল টাটা গ্রুপের অস্থায়ী বিক্রয় কেন্দ্রে সুপার গ্র্যান্ড মেলা উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা বিআরটিএ’র সহকারী পরিচালক মোঃ নুরুজ্জামান, কুমিল্লা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কুমিল্লা জেলা সড়ক মালিক পরিবহন গ্রুপের সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন, নিটল নিলয় গ্রুপ এর সিইও মোস্তাক আহমেদ, প্রোডাক্ট প্রেসিডেন্ট মুরাদ হোসেন রিপন, মো: জাফর উল্ল্যাহ্ ,নিটল নিলয় গ্রুপ এর সিএফও আরিফ আহমেদ,কুমিল্লা এরিয়া প্রেসিডেন্ট মো: সিরজিুল ইসলাম, অনুষ্ঠানের তত্বাবধানে ছিলেন- খন্দকার রুকনউজ্জামান, এসসিবি প্যাসেঞ্জার কুমিল্লা এরিয়া প্রেসিডেন্ট আবু সুফিয়ান, এসসিবি প্যাসেঞ্জার সিনিয়র এক্সিকিউটিব আশিকুর রহমান। পুরো অনুষ্ঠানের প্রানবন্ত সঞ্চালনায় ছিলেন কুমিল্লার এরিয়া ম্যানেজার সালামিন সরকার।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com