আশিকুর রহমানঃ বাহরাইনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত জয়নাল আবেদীনের লাশ ১৫ দিন পর গতকাল ২৫ অক্টোবর বাংলাদেশে এনে নিজ এলাকা কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করেছে স্বজনরা। এ ঘটনায় ঐ এলাকা জোড়ে বৈছে শোকের ছায়া।
জানা গেছে, বাহরাইনের রাজধানী মানামায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবন ধসে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা পশ্চিমপাড়া গ্রামের শসানখলা এলাকার ইসমাইল মিয়ার ছেলে জয়নাল আবেদীন (২৫) নিহত হয়। গত ৯ অক্টোবর বাহরাইনের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় এবং বাংলাদেশের সময় রাত ১০ টায় এ ঘটনা ঘটে। গত ২৪ অক্টোবর বুধবার বাহরাইনের স্থানীয় সময় সন্ধ্যায় বাংঙ্গালী অভিবাসীদের অংশ গ্রহনে জয়নাল আবেদীনের প্রথম নামাজের জানাযা শেষে লাশ বাংলাদেশে প্রেরণ করা হয়। পরে গতকাল বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে স্বজনারা জয়নাল আবেদীনের লাশ নিজ এলাকায় নিয়ে আসে। এছাড়াও একই দিন বিকেলে আসর নামাজের পর নিজ গ্রাম বেজুরার উত্তর পাড়া এলাকায় জামে মসজিদ প্রাঙ্গনে ২য় নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। নামাজের জানাযা শেষে নিহত জয়নাল আবেদীনের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজের জানাযায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান রিপন ভূইয়া, প্রভাষক রেজাউল করিম, কাজী মাওলানা আব্দুল হান্নান সরকার, সাবেক ইউপি সদস্য আলম মিয়া, ইউপি সদস্য আবু হানিফ (রুজু) ভূইয়া সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মুসল্লিয়ানবৃন্দ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com