সদর দক্ষিণ প্রতিনিধিঃ কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডস্থ মদিনা সুপার মার্কেটের (এম.কে ডেন্টাল সার্জারী সেন্টার ) ডেন্টিষ্ট ইসমাইলের চেম্বার ভুয়া চিকিৎসা প্রদানের দায়ে সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকেলে ভাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার। জানা যায়, দীঘদিন যাবত ডেন্টিষ্ট ইসমাইল সার্জারী, কৃত্রিম দাঁত তৈরী সহ দাঁতের চিকিৎসা দিয়ে আসছেন। কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর এর নির্দেশনায় সকল প্রকার ভুয়া চিকিৎসা বন্ধ সহ সকল প্রকার অনিয়মের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড (লাকসাম রোড) মদিনা সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এম.কে ডেন্টাল সার্জারী সেন্টার ডেন্টিষ্ট ইসমাইলের চেম্বারে অভিযান চালায়। কোন প্রকার বৈধ সার্টিফিকেট না পাওয়ায় ভুয়া চিকিৎসা প্রদানের দায়ে সিলগালা করেছে ভাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযানকালে ডেন্টিষ্ট ইসমাইলের বৈধ সার্টিফিকেট সহ দন্ত চিকিৎসার সংশ্লিষ্ট বৈধ কাগজপত্র না পাওয়ায় এবং ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে চেম্বারের মালিক ডেন্টিষ্ট ইসমাইল পালিয়ে যাওয়ায় চেম্বারটি সিলগালা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার।
এ ব্যাপারে ভাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার জানান, এম.কে ডেন্টাল সার্জারী সেন্টারে সার্টিফিকেট সহ সংশ্লিষ্ট বৈধ কাগজপত্র না দেখাতে পারায় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com