সদর দক্ষিণ প্রতিনিধিঃ দক্ষিণ কুমিল্লার ঐতিহ্যবাহি লালমাই সরকারী কলেজের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদার স্বরণে লালমাই কলেজে স্থাপিত হয়েছে দৃষ্টি নন্দন স্মৃতি মঞ্চ। মঙ্গলবার দুপুরে মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদার স্মৃতি মঞ্চের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার,প্রাক্তন অধ্যক্ষ শফিকুর রহমান, বারপাড়া ইউনিয়ন আ’লীগ সভাপতি হাজী আব্দুর রহিম। এ সময় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জেসমিন আক্তার, অধ্যাপক ফারুক আহমেদ,জহিরুল হক,মজিবুর রহমান রবসহ কলেজের অধ্যাপক ও অধ্যাপিকাবৃন্দ। আজ ৩১ অক্টোবর বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম অধ্যক্ষ আবুল কালাম মজুমদার এর ২৪ তম মৃত্যু বার্ষিকী।
বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মাত্র ঊনপঞ্চাশ বছরের জীবনে শিক্ষা,সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছেন। ছাত্র জীবনে কৃতিত্বের সাথে নাম লিখালেন জাতীয় মেধা তালিকায় প্রাচ্যের অক্রাফোর্ড খ্যাদ ঢাকা বিশ^বিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়াশোনা শেষ করে যুক্ত হলেন শিক্ষকতার মহান পেশায়। অবহেলিত জনপদে শিক্ষার আলো ছড়াতে গড়ে তুললেন অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। দক্ষিণ কুমিল্লার মেহেরকুল দৌলতপুরের সাহেব বাড়ীর ‘আবু’ হয়ে উঠলেন ‘অধ্যক্ষ আবুল কালাম মজুমদার’। মাটি ও মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে রাজনীতিতে মনোনিবেশ করলেন। দেশ মাতৃকার মুক্তি সংগ্রামে সংগঠকের ভূমিকা পালন করলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত অন্যের জীবন বিলীন করে দেয়।অধ্যক্ষ আবুল কালাম মজুমদার এ এলাকার মানুষের মাঝে বেঁচে থাকবেন অনন্তকাল।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com