ডেস্ক রিপোর্টঃ ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে স্টেশনের ২নং প্লাটফর্মে এ দুর্ঘটনাটি ঘটে। ওই যুবক চট্টগ্রামগামী বিরতিহীন ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনের যাত্রী ছিলেন বলে জানিয়েছেন রেলওয়ে জিআরপি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেজবাউল আলম।
তিনি বলেন, ‘সন্ধ্যা পর্যন্ত নিহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিরতিহীন ‘সোনার বাংলা এক্সপ্রেস’ ট্রেনটি বেলা সাড়ে ১১ টার দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশন অতিক্রম করে। ট্রেনটি ২ নং প্লাটফর্মের মাঝামাঝি পৌঁছলে ইঞ্জিন সংলগ্ন বগি থেকে অজ্ঞাত এক যাত্রী লাফ দিয়ে নামার চেষ্টা করে।
এসময় শরীরের ভারস্যাম হারিয়ে সঙ্গে সঙ্গেই ট্রেনের নিচে পড়ে গিয়ে মারা যায় সে।
খবর পেয়ে কুমিল্লা রেলওয়ে জিআরপি পুলিশ সেখানে এসে লাশ উদ্ধার করে।
দুপুরে ময়না তদন্তের জন্য যুবকের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলে জানিয়েছে রেলওয়ে জিআরপি পুলিশ।
সূত্রঃ পরিবর্তন
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com