নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার চৌদ্দগ্রামস্থ চিওড়া ইউনিয়নের ফুলগ্রাম গ্রামের দরিদ্র স্বপন মিয়ার একমাত্র মেয়ে ফারজানা আক্তার (১০) চট্রগ্রামে গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলো।
সেখান থেকে বাড়ী আসার পথে ভূলবশত ঢাকায় চলে আসে এবং ঢাকায় বনশ্রী-রামপুরা নিবাসী এডভোকেট সালমা আফরিন ও কুমিল্লা দ: জেলা ছাত্রলীগ নেতা রাশেদুল ইসলাম সুমন নিখোজ ফারজানাকে নিজস্ব তত্তাবধানে রেখে মেয়েটির ভাষ্য অনুযায়ী তার পরিবারের খোজে চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান জনাব আ: সোবাহান ভূইয়া ও চিওড়া ইউপি চেয়ারম্যান জনাব একরামুল হকের সাথে ও কুমিল্লা দ: জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক লোকমান হোসেন রুবেল ও দপ্তর সম্পাদক শফিউল আলম রিফাতের মাধ্যমে স্থানীয় উপজেলা ও ইউপি ছাত্রলীগ নেতাদের মাধ্যমে দীর্ঘ এক সপ্তাহ খোজাখুজির পর নিখোজ ফারজানার পরিবারকে খুজে পান।
পরবর্তীতে নিখোজ ফারজানার বাবা ও পরিবারের সাথে যোগাযোগ করে ৩১ অক্টোবর বুধবার বনশ্রী সোসাইটি কার্যালয়ে নিখোজ ফারজানার পিতা স্বপন মিয়ার অনুমতি সাপেক্ষে চৌদ্দগ্রামস্থ চিওড়া ইউপি চেয়ারম্যান একরামুল ইসলাম কতৃক প্রত্যায়ন পত্রের মাধ্যমে ফারজানার বাবা ফারজানার দাদা বজলুর রহমান মোকবল ও ফুফা শরীফ আহমেদের নিকট ফারজানাকে হস্তান্তর করা হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com