নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর অধিনে হোমনা, তিতাস, দাউদকান্দি, মেঘনা, গজারিয়া ও বাঞ্ছারামপুরসহ উপজেলাসহ দেশের বিভিন্ন উপজেলাকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় ঘোষনা করেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। গত বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘোষনা ও উদ্বোধনের পর হোমনা জোনাল অফিসের ব্যবস্থাপনায় এক আনন্দ র্যালী অনুষ্ঠিত।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশাল আনন্দ র্যালীটি পৌর সভা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মাঠে শেষ হয় এবং উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
র্যালীতে অন্যান্যর মধ্যে অংশ গ্রহণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পৌর মেয়র এডভোকেট নজরুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল, পৌর আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর হোমনা জোনাল অফিসের ডিজিএম মো. আজিজুর রহমান সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন, ডেপুটি কমান্ডার আবুল কাশেম প্রধান, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক সরকার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটন, সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি কামাল উদ্দিন সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন, পৌর জাতীয় পার্টির সেক্রেটারী নাজমুল ইসলাম সেলিম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সরফরাজ হোসেন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা সামসুন্নাহার, সমাজ সেবা কর্মকর্তা মো. রমজান আলীসহ ইউপি চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সাংবাদিকসহ কয়েক শতাধিক এলাকাবাসী।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com