লাকসাম প্রতিনিধিঃ কুমিল্লার লাকসাম উপজেলার নরপাটি গ্রামের মৃত. আব্দুল খালেকের ছেলে হাফেজ মোঃ মিজানুর রহমান (৩০)। মহাগ্রন্থ আল-কুরআনের বাহক হাফেজ মিজানুর রহমান পারিবারিক ভাবেই অস্বচ্ছল। মসজিদের ইমামতি করে প্রাপ্ত বেতন দিয়ে কোনোমতে চালাতেন ২ ছেলে ও ১ মেয়ের ভরণ-পোষণ।
ক্যান্সারে আক্রান্ত হয়ে তার দু’টি কিডনিই অকেজো হয়ে গেছে। কিছুদিন কুমিল্লা মুন হসপিটালে ডা. বাবুল কুমার পালের তত্ত্ববধানে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধ রয়েছে।
এদিকে একমাত্র উপার্জনক্ষম মিজানুর রহমানের অসুস্থতার কারণে তার সংসারের অবস্থাও করুণ। আর্থিক সংকটে ছেলে-মেয়েদের পড়াশুনাও বন্ধ রয়েছে। এমতাবস্থায় লাকসাম ও আশপাশের এলাকায় রাস্তার মোড়ে মোড়ে মানবিক সাহায্যের আবেদন সংক্রান্ত লিফলেট বিতরণ করেও ইতিবাচক সাড়া পাননি তিনি।
হাফেজ মিজানুর রহমান বলেন, ‘অর্থের অভাবে আজ আমি মৃত্যুপথযাত্রী। আমার ছেলে-মেয়েদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আমি বাঁচতে চাই। আপনারা আমার উপর একটু রহম করুন। আল্লাহ আপনাদের উপর রহম করবে।’ যোগাযোগ: ০১৭৮৪-২৯২৭৭৯ (পারিবারিক)
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com