মোঃ ফখরুল ইসলাম সাগরঃ কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার গোমতী আবাসিক এলাকায় বুধবার সকালে “মর্নিং সান ইন্টারন্যাশনাল” স্কুলে মেধাবী কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও বার্ষিক মিলাদ মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুর রশিদ সরকার এর সভাপতিত্বে ও মোঃ আশিকুর রহমানের উপস্থাপনায় আয়োজিত আনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মর্নিং সান ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোঃ জিল্লুর রহমান, প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজী মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অথিতির বক্তব্য রাখেন ডাঃ মেজর ভুইয়া এ আর.এম. শোয়েব, দেবিদ্বার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবদুর রহমান, মোঃ হায়াতুন্নবী ও মোঃ জামাল হোসেন, আজগর আলী মুন্সী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন দেবিদ্বার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ কামরুজ্জামান ভুইয়া, চাপিতলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামাল হোসেন, মর্নিং সান ইন্টারন্যাশনাল স্কুলের বিদ্যুৎসাহী সদস্য সাবেক ব্যাংক ম্যানেজার মোঃ আবদুল খালেক, বায়তুল আমান জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, শাকতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, ইঞ্জিনিয়ার মঞ্জরুল আহসান মুন্সী কিন্ডার গার্ডেন এর উপাদক্ষ্য মোঃ গোলাম সারোয়ার মিশন সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নার্সারী থেকে পঞ্চম শ্রেনীর মেধাবী ২০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। অত্র অনুষ্ঠান শেষে দেবিদ্বার সরকারী কলেজ মসজিদের খতিব আলহাজ¦ হযরত মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান সাহেব মিলাদ মাহফিলের দোয়া পরিচালনা করেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com