নিজস্ব প্রতিবেদকঃ পঞ্চাশ লক্ষ টাকা মানহানির মামলায় অনলাইন মিডিয়া বাংলাট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি ও দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার সাংবাদিক মাসুদ আলম জামিন পেয়েছেন। বৃহস্পতিবার কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৫নং আমলী আদালতে মামলার শুনানি শেষে বিচারক রোকেয়া বেগম জামিন মঞ্জুর করেন। জামিনের বিষয়টি নিশ্চিত করেন, মাসুদ আলমের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আশিকুর রহমান জুয়েল। পক্ষে এসময় আরও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট মোহাম্মদ মহিন ও অ্যাডভোকেট মো. আবু জাফর।
বাদী পক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট সৈয়দ আব্দুল্লাহ পিন্টু।
উল্লেখ, কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহতরা শীর্ষ মাদক ব্যবসায়ী দাবি পুলিশের, এলাকাবাসী বলছে 'খুচরা বিক্রেতা' শিরোনামে অনলাইন মিডিয়া বাংলাট্রিবিউনে একটি নিউজ প্রকাশিত হয়। ওই নিউজের একটি লাইনের অভিযোগ তুলে জেলার নাঙ্গলকোট উপজেলার কাশিপুর গ্রামের সাবেক মেম্বার আব্দুল জলিল চলতি বছরের ৩০ মে কুমিল্লা আদালতে পঞ্চাশ লক্ষ টাকা মানহানির মামলা দায়ের করেন। ওই মানহানির মামলায় বাংলাট্রিবিউনের কুমিল্লা প্রতিনিধি সাংবাদিক মাসুদ আলমকে প্রধান করে দুইজনকে আসামী করা হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com