কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্তৃক গৃহীত পদক্ষেপ সমুহ
১। দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে শিক্ষার্থীদের সাথে থাকা মোবাইল, মানিব্যাগ, হাতঘড়ি, কাধের ব্যাগ সহ প্রয়োজনীয় সামগ্রী নিরাপদে রাখার জন্য বিনামূল্যে বিশেষ বুথের ব্যবস্থা ।
২। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের আবাসন ভোগান্তি এড়াতে চারটি আবাসিক হলে থাকার সুব্যবস্থা।
৩। ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা অনেকে বাসায় ভুল করে ছবি রেখে আসে, তাদের সুবিধার্থে ফ্রি তে ছবি প্রিন্ট করার জন্য প্রিন্টারের সু-ব্যবস্থা।
৪। শিক্ষাখাতে শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সাফল্য লিফলেট এর মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে তুলে ধরা।
৫। র্যাগিং এর ভোগান্তি এড়াতে ক্যাম্পাসে র্যাগিং নিষিদ্ধ করা হয়েছে।
৬। ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের সাথে আগত অভিভাবকদের বিশ্রামের জন্য সামিয়ানা সহ ৫০০ চেয়ারের “অভিভাবক কর্নারের” সু-ব্যবস্থা।
৭। ভর্তি পরীক্ষার সময় অতিরিক্ত যানবাহনের কারনে যানজট নিরসনের জন্য বিশেষ ট্রাফিক টিম গঠন।
৮। ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের ভোগান্তি এড়াতে ‘ডিজিটাল সিট প্ল্যান’ সম্বলিত বুথের ব্যবস্থা।
৯। ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের তৃষ্ণা নিবারণের জন্য বিনামূল্যে সুপেয় পানির ব্যবস্থা।
১০। খাবারের দাম যাতে বেশি রাখা না হয় সেজন্য বিশ্ববিদ্যালয়ে ক্যাফেটেরিয়াতে ন্যায্য মূল্যে খাবারের ব্যবস্থা।
১১।পরিবহন ভোগান্তি এড়াতে অটো ও সিএনজি মালিক সমিতির সাথে মত-বিনিময় করে ন্যায্য ভাড়া রাখার ব্যবস্থা।
১২। বিশ্বরোড থেকে ক্যাম্পাসে আসার জন্য ২৪ ঘন্টা বিশেষ গাড়ির ব্যবস্থা।
১৩। যে কোন ধরনের আপত্তিকর ঘটনা রোধে ও বহিরাগতদের উৎপাত এড়াতে বিশেষ নিরাপত্তা টিম গঠন।
১৪। ভর্তিচ্ছুক শিক্ষার্থী ও আগত অভিভাবকদের স্বাস্থ্য সেবার জন্য বিশেষ মেডিকেল টিম গঠন।
১৫। ভর্তিচ্ছুক কোন শিক্ষার্থী কেন্দ্র ভুল করে অন্য কেন্দ্রে উপস্থিত হলে বা রাস্তা ভুল করলে তাকে দ্রুত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌছে দেয়ার জন্য “জয় বাংলা বাইক” সার্ভিসের ব্যবস্থা।
১৬। ভর্তিচ্ছুক কোন শিক্ষার্থীর সাথে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ঘটলে তা জানানোর জন্য প্রতিটি কেন্দ্রে অভিযোগ বক্স স্থাপন।
১৭। ভর্তিচ্ছুক পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফলসহ ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানার জন্য ছাত্রলীগ নেতা-কর্মীর নাম্বার সম্বলিত ভিজিটিং কার্ডের ব্যবস্থা।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com