নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার বলেছেন,একসময় বাংলাদেশকে বিদেশী সাহায্য নির্ভর দেশ বলা হতো। এখন নিজের পায়ে দাঁড়িয়েছে বাংলাদেশ; খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। এখন দেশের অর্জিত সম্পদ, রেমিট্যান্স ও রফতানি একসঙ্গে যোগ করলে আমদানির কাছাকাছি। অনেক সূচকে বাংলাদেশ আজ প্রতিবেশী দেশ থেকে এগিয়ে। একসময় বিশ্বব্যাংক বাংলাদেশকে দরিদ্র দেশের মডেল বলত। এখন তারাই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশকে মডেল হিসেবে উল্লেখ করছে। ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ। এটা আমাদের জাতির জন্য বিশাল অর্জন। জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্ব বাংলাদেশের জন্য গৌরবময় এ অর্জন এনে দিয়েছে । এ গৌরব অর্জনে প্রবাসীদের কষ্টাজিত রেমিটেন্স ভূমিকা রেখেছে। দেশে-বিদেশে বাংলাদেশ আজ মর্যাদার আসনে। দেশের অগ্রযাত্রা ধরে রাখতে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে। সৌদি আরবের রিয়াদে কুমিল্লা প্রবাসী সোসাইটির উদ্যেগে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গত শুক্রবার রাতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার কে সৌদি আরবের রিয়াদে গণ সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংঙ্গালীরা। কুমিল্লা প্রবাসী সোসাইটির সভাপতি বিশিষ্ট শিল্পতি ও ধনুয়াখলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো.নূরুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের রাস্ট্রদূত গোলাম মসীহ,জাগ্রত মানবিকতার সাধারন সম্পাদক ও এমপি বাহার কন্যা তাহসিন বাহার সূচনা, কুমিল্লার কালিরবাজার ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো.সেকান্দর আলী,কুমিল্লা প্রবাসী সোসাইটি নেতা সালাউদ্দিন ফারুক। গত শুক্রবার বাংলাদেশ সময়ে রাত সাড়ে ৮ টায় এ কুমিল্লা প্রবাসী সোসাইটির উদ্যেগে এ সংবর্ধনা প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com