নিজস্ব প্রতিবেদকঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন ঠেকাতে কুমিল্লার ১১ টি আসনে ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে রিটার্নিং অফিসার।
গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এসব তথ্য জানান রিটার্নিং অফিসার ও কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ইতোমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে। প্রার্থীদের নিজ নিজ এলাকায় নির্বাচনী বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন থাকলে তা এক সপ্তাহের মধ্যে অপসারণ করার জন্য বলা হয়েছে। এ ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ১৭টি উপজেলার ১১টি আসনে নিজ নিজ এলাকায় আচরণ বিধি পর্যবেক্ষণ করে আইনানুযায়ী ব্যবস্থা নিবেন। নির্বাচন সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করতে রিটার্নিং অফিসার কার্যালয়ে একটি মিডিয়া সেল গঠনের নির্দেশ দেন রিটার্নিং অফিসার।
এ সময় কুমিল্লার স্থানীয় সরকারের উপপরিচালক মো. আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাইজার মো. ফারাবিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com