লাকসাম প্রতিনিধিঃ লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের খিলপাড়া গ্রামে জনচলাচলের রাস্তা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খিলপাড়া গ্রামের মূল সড়কের মধ্যম পাড়ায় দিয়ে জনচলাচলের প্রায় ১২ফুট জায়গা দখল করে দোকান নির্মাণ করে একই গ্রামের মৃত. আলতাফ আলীর ছেলে মহরম আলী। খতিয়ান সূত্রে মহরমের মালিকানাধীন জায়গা ১৭৮৫ ও ১৭৯২ দাগের মধ্যে সীমাবদ্ধ হলেও সে পাশবর্তী ১নং খাস খতিয়ানের ১৭৬৮ দাগের ১৬ ফুট প্রশস্ত রাস্তার প্রায় ১২ ফুট জায়গা দখল করে ঘর তুলে নেয়। এমতাবস্থায় গ্রামবাসীরা বাধা দিলেও রাস্তা দখল থেকে বিরত হয়নি মহরম আলী।
এদিকে গ্রামের মূল সড়ক দখল হওয়ায় জনচলাচল ব্যাহত হচ্ছে। গ্রামবাসীদের অনেকেই ব্যক্তিগত ভাবে ক্ষোভ প্রকাশ করলেও প্রভাবশালী মহরম আলীর আধিপত্যের কাছে তারা অসহায়।
স্থানীয়রা জানান, প্রায় ৭০ বছরের পুরোনো ওই রাস্তা দিয়ে ইউনিয়নটির প্রায় ৫ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে। সড়কটি দিয়ে আজগরা ও চন্দনা বাজার, ইউনিয়ন মিনি স্বাস্থ্য কেন্দ্র, আজগরা এবং চন্দনা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলা সদরে স্থানীয় লোকজন যাতায়াত করেন। আংশিক কাঁচা হলেও এই সড়কে প্রতিদিন তিন শতাধিক মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচল করে।
সম্প্রতি দখল হওয়া ১৬ ফুট প্রশস্ত সড়কটির প্রায় ১২ ফুট জায়গায় দোকান নির্মাণের কারণে জনদুর্ভোগ বেড়ে চলছে ওই এলাকার বাসিন্দাদের।
খিলপাড়া গ্রামের একাধিক বাসিন্দা বলেন, জন্মের পর থেকে তাঁরা ওই রাস্তা দিয়ে চলাচল করছেন। রাস্তাটি এভাবে কেউ দখল করবে তা তিনি চিন্তাও করেননি। জনযান চলাচলের জন্য রাস্তাটি দখলমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com