গোলাম কিবরিয়াঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে(কুবি) ২০১৮-১৯শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষায় ছয়টি অনুষদের অধীনে মোট ১০৪০ টি আসনের বিপরীতে আবেদন করেছিল ৬৩ হাজার ৩৬০ জন শিক্ষার্থী। এ বিশাল সংখ্যক পরীক্ষার্থীদের শৃঙ্খলার সাথে পরীক্ষায় অংশগ্রহন নিশ্চিত করার দায়িত্ব পালন করছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুবি প্লাটুন ও কুবি রোভার স্কাউট। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর কুবি মোট ৭০জন ও কুবি রোভার স্কাউট’র ৭২জন সদস্য নিয়মিত শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ছিল। এদের মধ্যে ২৩জন নারী ক্যাডেট ও ১৪জন নারী রোভার ও রয়েছে।
প্রতিদিন সকাল ৭টা থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে ভর্তিচ্ছুদের প্রবেশপত্র যাচাই ও আসন খুঁজে পেতে সহযোগিতা করার পাশাপাশি ভর্তি পরীক্ষা চলাকালীন সময় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্যও কাজ করছে কুবির বিএনসিসি ও রোভার স্কাউট।
"কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির পিইউও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড.মোঃ শামিমুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে বিগত বছরগুলোর ন্যায় এ বছরও বিএনসিসি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগীতা করেছে। এজন্য তিনি বিএনসিসির সকল ক্যাডেটদেরকে আন্তরিক অভিনন্দন জানান।
বিএনসিসি ও রোভার মেটরা পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সময় চেক করার কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসন কে সহযোগীতা করেছেন। ভর্তিচ্ছুদের তুলনায় বিএনসিসি ক্যাডেট ও রোভার মেট পর্যাপ্ত না থাকায় অনেক সমস্যা পোহাতে হয়েছে শহরের বিভিন্ন কেন্দ্রে।
"বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট’র সিনিয়র রোভার মেট মো.অানোয়ার হোসাইন বলেন,দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভর্তি পরিক্ষা দিতে আসা শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় কুবির রোভার স্কাউটের ৭২ জন সদস্য নিয়োজিত ছিল। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে অাগামীতে ভর্তি পরীক্ষায় অারও রোভার ও বিএনসিসি সদস্য বৃদ্ধি করার জন্য। যাতে করে শহরের কেন্দ্রগুলোতে শৃঙ্খলা রক্ষা করতে হিমশিম খেতে না হয়। "
"বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ড. মো.অাবু তাহের বলেন, ভর্তি পরীক্ষায় অাইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিএনসিসি ক্যাডেট ও রোভার মেটরা বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় ভালো ভূমিকা রেখেছে। তাই বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তায় অতীতের ন্যায় ভবিষ্যতেও ভালো ভূমিকা রাখবে বলে অাশা করি।
সদস্য বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন, বিএনসিসি ও রোভারে যারা দায়িত্বে অাছেন উনারা ঠিক করবেন কিভাবে উনাদের সদস্য বাড়াবে। উনারা যদি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষার স্বার্থে অধিক ক্যাডেট ও রোভার মেট দিতে পারে তাহলে তো অামাদের জন্য অারও সুবিধা হয়।"
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com