কুমিল্লা প্রতিনিধিঃ জাতীয় সংসদ নির্বাচনে শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে মনোনয়ন প্রদানসহ ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে কুমিল্লা জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)। শনিবার দুপুরে কুমিল্লা মহানগরীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিত শিক্ষক উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মো.মুজিবুর রহমান। সংবাদ সম্মেলনে অবিলম্বে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, নন এমপিও প্রতিষ্ঠানকে এমপিও প্রদান, সব মাদ্রাসাগুলোকে জাতীয়করণ, বেসরকারি কলেজ-মাদ্রাসার সহকারী অধ্যাপকদের মেধা ও যোগ্যতা ভিত্তিতে পদায়ন এবং সব মসজিদকে সরকারিকরণ করে ইসলামী ফাউন্ডেশনের অধীনে ইমাম মোয়াজ্জিনদের সরকারি বেতন-ভাতা প্রদানের ৬ দফা দাবি মেনে দেয়ার জোর দাবি জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বাশিপ এর সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ ইব্রাহিম হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যাপক মো.জিয়াউল ইসলাম জীবন,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো: মিজানুর রহামান,অধ্যাপক জাহাংগীর আলম,প্রধান শিক্ষক মো.সামছুল হক,মুজিবুর রহমান প্রমুখ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com