নিজস্ব প্রতিবেদকঃ একাদশ জাতীয় নির্বাচনে কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশ্রাফ মনোনয়নপত্র ক্রয় করেছে।
সোমবার দুপুরে চান্দিনা উপজেলা নির্বাচন কর্মর্তার কার্যালয় থেকে তার ছেলে মুত্তাকিন আশ্রাফ টিপু এ মনোনয়নপত্র ক্রয় করেন। এ সময় চান্দিনা উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন কেনার সময় এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা নৌকা নৌকা বলে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রাখে।
কুমিল্লা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে কুমিল্লা সদর-৬ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কুমিল্লার রিটার্নিং অফিসার কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর এর কাছ থেকে কুমিল্লা সদর-৬ এর মনোনয়ন সংগ্রহ করেছেন এমপি বাহার।
বিকেলে দেবিদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্য্যালয় থেকে কুমিল্লা- ০৪ এর মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল। উৎসব মুখর পরিবেশে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com