ডেস্ক রিপোর্টঃ কুমিল্লার চান্দিনায় বাবা-ছেলেসহ ৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার বিকাল ৪টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসারের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন।
এদিন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ, ২০ দলীয় জোট মনোনীত প্রার্থী এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, তার ছেলে স্বতন্ত্রপ্রার্থী সুলতান মঈন আহমেদ রবিন, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টি সভাপতি লুৎফুর রেজা খোকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আবুল কালাম কাসেমী, খেলাফত মসজিদ প্রার্থী মাওলানা নোমান মাজহারী, স্বতন্ত্রপ্রার্থী আবু তাহের মনোনয়নপত্র জমা দেন।
এ আসন থেকে মোট ১১জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেও তাদের মধ্যে ৭জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া জানান, বিকাল ৪টা পর্যন্ত উপজেলা কার্যালয়ে ৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। জেলার বিষয়টি এখনও জানা যায়নি। এদিকে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী লুৎফুর রেজা খোকন জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দেন।
এদিকে, দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন ড. রেদোয়ান আহমেদ।
বাবা ও ছেলে মনোনয়নপত্র জমা দেওয়া প্রসঙ্গে ড. রেদোয়ান আহমেদ জানান, মনোনয়নপত্র বাছাইয়ে অনেক সময় ছোট-খাট ত্রুটি ধরেও প্রার্থীতা বাদ দিয়ে দেন। তাই ডামি প্রার্থী হিসেবে আমার ছেলে প্রার্থী হয়েছেন।
সুত্রঃ ইত্তেফাক
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com