নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক আবুল ফজল মীরের কাছে মনোনয়ন পত্র দাখিল করেছেন কুমিল্লা-১১( চৌদ্দগ্রাম) আসনে মহাজোটের প্রার্থী হিসাবে রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব।
বুধবার (২৮ নভেম্বর) সকালে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় পরিকল্পনামন্ত্রী আ ফ ম মুস্তফা কামাল এমপি ও রেলপথমন্ত্রী মুজিবুল হকের সহধর্মিনী হনুফা আক্তার রিক্তা উপস্থিত ছিলেন।
অপরদিকে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২৩ দলীয় জোটের মনোনীত প্রার্থী সাবেক এমপি ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরের পক্ষে মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে।
বুধবার (২৮ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শেখ শহীদুল ইসলামের হাতে এ মনোনয়ন পত্র জমা দেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আখতারুজ্জামানের নেতৃত্বে উপজেলা জামায়াত নেতৃবৃন্দ। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার ভুমি দীপন দেবনাথ, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন এবং প্রার্থীর পক্ষে চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক রফিউদ্দিন সিদ্দিকী, জামায়াত নেতা আবদুর রহিম, জয়নাল আবেদীন, মহসিন কবির, শিবির নেতা এমরান হোসেন ভুঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এরপর নেতৃবৃন্দ জেলা রিটার্নিং অফিসার আবুল ফজল মীরের নিকটও মনোনয়ন পত্র জমা দেন।
চৌদ্দগ্রামে মনোনয়ন পত্র দাখিল শেষে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান সাংবাদিকদের জানান, আগামী ৩০ ডিসেম্বর চৌদ্দগ্রামের জনপ্রিয় নেতা ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহেরকে জনগণ ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করবে ইনশাআল্লাহ।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com