মোঃ নাজিম উদ্দিনঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের লক্ষ্যে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে (বুধবার বিকেল ৫টা পর্যন্ত) ২৫জন প্রার্থী উৎসব মুখর পরিবেশে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর’র কার্যালয় এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মিতু মরিয়মের কার্যালয়ে প্রার্থী নিজে এবং তাদের সমর্থকরা উপস্থিত হয়ে মনোনয়ন ফরম জমা করেন।
কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তাও কার্যালয়ে মনোনয়ন জমা করেন ১১প্রার্থী ও মুরাদনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে জমা করেন ১৪জন প্রার্থী।
মনোনয়ন জমাকারী প্রার্থীরা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন(এফসিএ), জাহাঙ্গীর আলম সরকার (সতন্ত্র), কে এম মজিবুল হক (বিএনপি), শাহেদা রফিক (বিএনপি), কাজী জাহাঙ্গীর আমির (জেপি মঞ্জু), আহসানুল হক কিশোর (সতন্ত্র), কাজী মোস্তাকীম আহমেদ (স্বতন্ত্র), কাজী জুননুন বসরী (স্বতন্ত্র), আবুল কালাম আজাদ (সতন্ত্র), মো: নজরুল ইসলাম (এনপিপি), মো: আনিছ (জাগপা), সৈয়দ মোস্তাক আহাম্মদ (মুসলিম লীগ), কামাল উদ্দিন ভুইয়া (প্রগতিশীল গনতান্ত্রিক দল), নাজমা আক্তার ও আলমগীর হোসেন (জাতীয় পার্টি), আরিফুল ইসলাম শাহেদ (সতন্ত্র), আকবর আমিন বাবু ও মোস্তাক আহাম্মেদ (গণ ফোরাম), আবদুল কাইয়ুম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), নজরুল ইসলাম (জাকের পার্টি), হেলাল উদ্দিন (সতন্ত্র), জাহাঙ্গীর আলম (সতন্ত্র), গোলাম কিবরিয়া (সতন্ত্র), আবদুল্লাহ নজরুল (সতন্ত্র), দেলোয়ার হোসেন (সতন্ত্র)।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com