ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চাচা-ভাতিজা বিজয়ী হতে মুখোমুখি হচ্ছেন।
তারা হলেন-চাচা কুমিল্লা উত্তর জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার মুঞ্জুরুল আহসান মুন্সি ও ভাতিজা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি রাজী মোহাম্মদ ফখরুল।
ভাতিজার ইচ্ছা আসনটিতে জয় নিশ্চিত করা আর চাচার লক্ষ আসনটি পুনরুদ্ধার করা।
রাজী মোহাম্মদ ফখরুল বলেন, ‘৫ বছর সততা, স্বচ্ছতা, ন্যায়-নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে ]জনগণের প্রত্যাশা পূরণের চেষ্টা করেছি। তৃণমূলের নেতাকর্মীদের আস্থা অর্জন করেছি। আওয়ামী লীগ সরকারের মতো কেউ উন্নয়ন করতে পারেনি। ৫ বছরে প্রায় ৮০০কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। এ উন্নয়নের স্রোত রাখতে জনগণ আবারও নৌকায় ভোট দেবে। আমি আশাবাদী এবারও নৌকা প্রতীককে জয়যুক্ত করবো ইনশাল্লাহ।
ইঞ্জিনিয়ার মুঞ্জুরুল আহসান বলেন, কুমিল্লা-৪ আসনটি বিএনপির আসন হিসেবে পরিচিতি। এ আসনে আমি চারবার এমপি ছিলাম। এবারও ধানের শীষের প্রতীক পেয়েছি। তবে এখনও নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। নেতাকর্মীদের গ্রেফতার, মিথ্যা মামলাসহ হয়রানি করা হচ্ছে। যদি সুষ্ঠু নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড থাকে, জনগণ ভোট দিতে পারলে আসনটি পুনরুদ্ধার করতে পারব।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com