ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী।
তার বিরুদ্ধে ঋণখেলাপ সংক্রান্ত চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।
গত ১৯ নভেম্বর ঋণখেলাপির ঘটনায় হাইকোর্টের জারি করা রুলে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক।
ওই আবেদন শুনানি করে চেম্বারজজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে আদেশ দেন।
মঙ্গলবার নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানির পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চেম্বারজজ আদালতের সেই আদেশ বহাল রাখেন।
এর ফলে ধানের শীষ প্রতীকে মঞ্জুরুল আহসান নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
প্রসঙ্গত, এর আগে রোববার (২ ডিসেম্বর) দুপুরে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন জেলা রিটার্নিং অফিসার ও কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর।
তিনি ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চার চারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
সূত্রঃ যুগান্তর
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com