কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শুরু হয়েছে তিনদিন ব্যাপী লোক প্রশাসন উৎসব।
সোমবার (১০ ডিসেম্বর) সকালে লোক প্রশাসন বিভাগে কেক কাটা এবং আনন্দ র্যালির মাধ্যমে এই বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সংগঠন ‘পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন এসোসিয়েশন’ এর আয়োজনে তিন দিন ব্যাপী এই উৎসব চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।
এসময় আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন পাবলিক এ্যাডমিনিস্ট্রেশন এসোসিয়েশনের সভাপতি সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো: রুহুল আমীন, সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহা, সহকারী অধ্যাপক মো: জিয়া উদ্দিন, সহকারী অধ্যাপক আশিকুর রহমান, সহকারী অধ্যাপক মো: নাহিদুল ইসলাম, প্রভাষক মো: নাজমুল হক সহ বিভাগটির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।
উৎসবের অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে হাড়ি ভাঙ্গা, মার্বেল দৌড়, বস্তা দৌড়, পিএ রেইস, দাবা, বির্তক সহ বিভিন্ন আনন্দ আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com