নিজস্ব প্রতিবেদকঃ সদ্য কারামুক্ত কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব আলম চৌধুরী স্ত্রীসহ বুধবার সাকাল ১১ টায় কুমিল্লার আদালতে মামলার হাজিরা দিতে যাওয়ার সময় আদালতের প্রবেশ মুখে পৌঁছা মাত্র কালো মাইক্রো বাস থেকে ১০/১৫ জনের একটি দল তার উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে তাকে অপহরণের চেষ্টা চালায়। এ সময় মাহাবুব চৌধুরীর স্ত্রী নাসরিন আক্তার তাকে বাঁচাতে এগিয়ে আসলে স্ত্রী উপরও হামলা চালায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা টাওয়ার হসপিটালে ভর্তি করে।
আহত বিএনপি নেতা মাহবুব চৌধুরী জানান, সকাল ১১টার সময় কুমিল্লার আদালতে মামলার হাজিরা দেওয়ার জন্য স্ত্রীসহ তিনি যাচ্ছিলেন। তার গাড়িটি যখন আদালতের প্রবেশ মুখে পৌঁছে তখন ২নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদের নেতৃত্বে ১০/১৫ জনেরএকটি দল তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার সাথে থাকা প্রায় ৮০ হাজার টাকা, ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায় দুর্বৃত্তরা। তার স্ত্রী চিৎকার করলে কোর্ট পুলিশ উদ্ধারে এগিয়ে আসলে তিনি তাদের হাত থেকে রক্ষা পান।মাহাবুব চৌধুরীর উপর সন্ত্রাসী হামলার ভবর পেয়ে হাসপাতালে তাকে দেখতে যান কুমিল্লা-৬ সদর আসনের বিএনপির প্রার্থী আমিন-উর রশিদ ইয়াছিন,বিএনপি নেতা কাউন্সিলর শাহ আলম মজুমদার, মামুনুর রশিদ মজুমদার,হারুনুর রশিদ,মাওঃ জাকির হোসেন,রকেট মজুমদার,মহানগর যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মজুমদার,সদর দক্ষিণ উপজেলা ছাত্রদল সেক্রেটারী শাহআলম সহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী।
নির্বাচনী গণসংযোগে দলের নেতাকর্মীদের উপর হামলা-মামলা,মারধর এবং হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লা-৬ সদর আসনের বিএনপির প্রার্থী আমিন-উর রশিদ ইয়াছিন। বুধবার দুপুরে বিএনপির প্রার্থী তার বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বুধবার সকালে কুমিল্লার আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় প্রবেশ গেইটে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরীর উপর হামলা করেছে আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা। কুমিল্লা সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে ১৫-১৬ জন যুবক মাহবুব চৌধুরীকে অপহণের চেষ্টা করে, বাধা দিলে তাকে ও তার স্ত্রীকে মারধর করে।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com