সদর দক্ষিণ প্রতিনিধিঃ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, সকল সরকারী, আধা সরকারী স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবনে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস, স্কাউট, গার্লস গাইড, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোর কর্তৃক কুচকাওয়াজ, বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়ার মধ্য দিয়ে সদর দক্ষিণে দিবসটি উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন দাশ, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ পিপিএম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব সিরাজুল ইসলাম,সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন,সদস্য রুহুল আমিন চৌধুরী, হাজী আব্দুল মমিন,আওয়ামীলীগ নেতা জামাল পোদ্দার,সদর দক্ষিণ প্রেস ইউনিটির সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গগণ। কুমিল্লা সদর দক্ষিণে মহান বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রথম পুরস্কার গ্রহন করেন বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয়। প্রথম স্থান অর্জনকারী বামিশা হাজী আকামত আলী উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার।
এ সময় সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন,আওয়ামীলীগ নেতা জামাল পোদ্দার,প্রধান শিক্ষক বিজয় কুমার দাশ সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com