ডেস্ক রিপোর্টঃ কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক এমপি জাকারিয়া তাহের সুমনের ধানের শীষ প্রতীকের পোস্টার ও ব্যানার ছিঁড়ে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রায়মোহন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের অভিযোগ, দুর্বৃত্তরা রাতের বেলায় এলাকায় ঘুরে ঘুরে বরুড়া রায়মোহন বাজারসহ আশপাশের এলাকায় টাঙ্গানো বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমনের ধানের শীষের পোস্টার-ব্যানার ছিঁড়ে আগুন লাগিয়ে দেয়।
প্রত্যেক রাতেই সংসদীয় আসনটির কোথাও না কোথাও এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ তাদের।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন বলেন, ‘বরুড়ায় নির্বাচনের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। সরকার দলের নেতা-কর্মীদের বাধার মুখে আমার কর্মী সমর্থকরা প্রচারণায় নামতেই পারছে না’।
‘প্রতিদিন আমার পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। হামলা করছে, হুমকি দিচ্ছে। তারপরও আমরা মাঠে থাকার চেষ্টা করছি। কিন্তু এভাবে চললে কতোদিন নির্বাচনী কার্যক্রম চালিয়ে যেতে পারবো- আল্লাহই ভালো জানেন।’
এ বিষয়ে জেলা রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার, থানাসহ বিভিন্ন জায়গায় অভিযোগ করা হয়েছে বলে জানান তিনি।
সূত্রঃ পরিবর্তন
মোবাইল: +৮৮০১৭১৭৯৬০০৯৭
ইমেইল: news@dailycomillanews.com
www.dailycomillanews.com